
পূর্ব সুন্দরবনে শরণখোলা রেঞ্জে একটি হরিণকে চোরা শিকারিদেরফাঁদ থেকে জীবিত উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগের টহল দল।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ির সীমানা খাল সংলগ্ন এলাকা থেকে হরিণটিকে উদ্ধার করা হয়।
জোংড়া টহল ফাঁড়ির ফরেস্টার নজরুল ইসলাম জানান, জোংড়া টহল ফাঁড়ির সীমানা খাল সংলগ্ন বনাঞ্চলে বিকেলে পায়ে পেট্রলিং ইঞ্জেকশন চলছিল। সেই সময় তারা সিঙ্গেল মালা ফাঁদে আটকে থাকা এক পুরুষ চিত্রা হরিণকে খুঁজে পান। পরে ফাঁদে আটকে থাকা হরিণটিকে তাৎক্ষণিকভাবে মুক্ত করে ঘটনাস্থলেই পরীক্ষা করে বনেই ছেড়ে দেওয়া হয়।
ঘটনাস্থল পার্শ্ববর্তী এলাকায় আরও তল্লাশি চালিয়ে বনকর্মীরা মোট১০টি সিঙ্গেল মালা ফাঁদ ও ৪টি সিটকা ফাঁদ উদ্ধার করেছেন। উদ্ধার করা ফাঁদগুলি দ্রæত নিষ্ক্রিয় করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেছেন, সুন্দরবনের বিভিন্ন ক্যাম্প থেকে আমাদের বনকর্মীরা পায়ে হেঁটে, কষ্ট সহ্য করে এসব ফাঁদ সরাচ্ছে।
তিনি বলেন, কোনো অপরাধী আমাদের হাতে ধরা পড়লে তাকে আইনের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/রাজীব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]