গোবিন্দগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৪:৩১
গোবিন্দগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) এর আওতায় রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ প্রকৌশলী নুরুল আমিন তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদার রহমান আকন্দ, নগর পরিকল্পনাবিদ সাইফুর ইসলাম ও জোবায়দা পারভীন, আর্কিটেক্ট আজমিরা আক্তার, পরিবেশ বিশেষজ্ঞ মাহমুদা খাতুন এবং সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জাহিদুল ইসলামসহ প্রকল্পের অন্যান্য বিশেষজ্ঞ ও টিএলসিসি সদস্যবৃন্দ।


কর্মশালায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (সিডিপি), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (সিআইপি) এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (সিআরএপি) শীর্ষক বিষয়ে আলোচনা করা হয়।


কর্মশালায় বক্তারা জানান, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলা।


প্রথম পর্যায়ে দেশের ৩৬টি জেলার ৮১টি পৌরসভা এবং ছয়টি সিটি করপোরেশনে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন, যার অর্ধেকই নারী।


প্রকল্পের আওতায় রাস্তাঘাট-ফুটপাত, সড়কের বাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, সুপার মার্কেট, সেতু ও কালভার্ট নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে।


বিবার্তা/নূর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com