
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে আজেদা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার (২১ অক্টোবর) স্বামীর ধারালো ছুরির আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ পৌর শহরের এমপি পাড়ার শামীম মিয়ার সাথে তার স্ত্রী আজেদা বেগমের (৩৫) পারিবারিক দ্বন্দ্ব কলহের জের ধরে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে আজেদা বেগমের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন তার স্বামী।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে মারা যান তিনি।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি এখনও গৃহবধূর পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/নূর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]