'বিএনপি সরকার গঠন করলে নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা হবে'
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০০:০৪
'বিএনপি সরকার গঠন করলে নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা হবে'
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, দৌলতপুরের মানুষ পরিবর্তন চায়।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা হবে।


তিনি বলেন, কয়েক মাস ধরে লক্ষ্য করছি একটি রাজনৈতিক পক্ষ বারবার আমাকে ও আমার লোকজনকে হুমকি ধামকি দিচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রকৃত সৈনিকদের হুমকি দিয়ে মাঠ থেকে সরাতে পারবেন না। জনাব তারেক রহমান ত্যাগী, সৎ ও ক্লিন ইমেজের নেতা-কর্মীদের যাচাই বাছাই করে মনোনয়ন দিবেন। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা দুর্নীতিবাজ মনোনয়ন পাবে না।


শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শীতলাইপাড়া গ্রামে নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত উঠোন বৈঠকে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার মধ্যে নারীদের জন্য একটি বৈষম্যহীন রাষ্ট্র উপহার দেওয়ার কথা বলেছেন। পাশাপাশি নারীদের কর্মসংস্থান সৃষ্টি, কুটির শিল্প স্থাপন ও প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।


তিনি আরও বলেন, কৃষকদের সার ও বীজ ন্যায্য মূল্যে সরবরাহ করা হবে এবং তাদের উৎপাদিত ফসল ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে বাজারজাত করার ব্যবস্থা করা হবে, যাতে তারা ন্যায্য মূল্য পান। এছাড়াও এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।


অবহেলিত দৌলতপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে শরীফ উদ্দিন জুয়েল বলেন, দৌলতপুরের স্বাস্থ্যসেবা আরও উন্নত করা হবে। দূর্গম চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নে নতুন হাসপাতাল স্থাপন করে শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করা হবে। শিক্ষার মানোন্নয়নেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।


পরে সন্ধ্যায় তারেক রহমানের নির্দেশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত নারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রর্থনা করেন।


এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর কৃষকদলের আহŸায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার, দৌলতপুর কৃষকদলের যুগ্মআহŸায়ক নারী নেত্রী সুরাইয়া আক্তার কাজল, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহŸায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক আহŸায়ক কমিটির সদস্য আলাউদ্দিন বাদল, দৌলতপুর যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম ও যুবদলের যুগ্মআহŸায়ক জাফর ইকবাল কর্নেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ। কর্মসূচী চলাকালে জনগণের নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নারী সমাবেশে পরিণত হয়।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com