
ঝিনাইদহে স্থানীয় আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলেম সমাজকে অবিহত করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের পাবলিক লাইব্রেরী চত্বরে ফ্যামিলি জোন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ওলামা দলের সভাপতি আল মাহাদী লিপিয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। ওলামা দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক এইচ এম কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মো. আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু।
সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, ইসলামের নাম ভাঙিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল ভোট চেয়ে বেড়াচ্ছেন। তারা ভোটের বিনিময়ে বেহেশতে যাওয়ার প্রলোভন দেখাচ্ছে ভোটারদের। গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মসজিদগুলোকে তারা রাজনৈতিক কর্মসূচির পালনের স্থানে পরিণত করেছে। এই ধরণের ধর্ম ব্যবসায়ী দলের প্রতারণা থেকে আলেম-ওলামা মাশায়েখদের সতর্ক থাকতে হবে। ওলামা মাশায়েখ ও আলেমরা জাতির পথনির্দেশক, তারা সচেতন হয়ে মানুষকে ইসলামের সঠিক বার্তা পৌছে দিলে ধর্ম নিয়ে দেশে কেউ রাজনীতি করতে পারবে না।
সভা শেষে জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃত্বে ঝিনাইদহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ধানের শীষের পক্ষে হ্যান্ডবিল বিতরণ করেন নেতাকর্মীরা।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]