
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙনে সর্বশান্ত হয়ে পড়েন তীরবর্তী বাসিন্দারা। প্রতিবছর ভাঙনের মুখে পড়তে হয় তাদের। তবে এবার স্থানীয় বাসিন্দারা নদীভাঙন রোধে ভিন্নধর্মী এক উদ্যোগ গ্রহন করেছেন। এতে দেখা গেছে চরের দুই কিলোমিটার এলাকাজুড়ে লাগানো হচ্ছে কলাগাছ, কাশফুল ও কলমি গাছের চারা। এতে সহযোগিতা করেছেন কুড়িগ্রাম জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ও জেলা জর্জ কোর্ট সহকারী পিপি অ্যাডভোকেট মোঃ সাজ্জাদ হোসেন পলাশ।
শনিবার (২৫ অক্টোবর) উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ার চরের স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে গাছের চারা রোপন করেছেন।
স্থানীয় দুলাল যোদ্দার, আনোয়ার, করিম, নুরহোসেন সহ অনেকেই জানান, প্রতিবছরে দেখা যায় নদীপানি বৃদ্ধি ও কমার সময় নদী তীরবর্তী এলাকায় তিব্র ভাঙন দেখা যায়। ফলে নিঃস্ব হতে হয় অনেকেই। নদী ভাঙন রোধে বিভিন্ন ধরনের গাছের চারা লাগানো হচ্ছে। এতে করে নদীভাঙন কমে যাবে। তারা জানান, অ্যাডভোকেট মোঃ সাজ্জাদ হোসেন পলাশের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। তাঁর কাছে আমাদের দাবি ছিল এটি বাস্তবায়ন করার।
কুড়িগ্রাম জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ও জেলা জর্জ কোর্ট সহকারী পিপি অ্যাডভোকেট মোঃ সাজ্জাদ হোসেন পলাশ জানান, স্থানীয় লোকজনের অনেক দিনের দাবি ছিল। তাই আমি যতটুক পেরেছি তাদের সহযোগীতা করেছি। আমি তাদের দেয়া কথা অনুযায়ী কথা রেখেছি।
বিবার্তা/রাফি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]