ইসকন ‘নিষিদ্ধ ও ইমাম গুমে’ রাষ্ট্রীয় নীরবতার নিন্দা জানিয়ে বিক্ষোভ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৫:৪৪
ইসকন ‘নিষিদ্ধ ও ইমাম গুমে’ রাষ্ট্রীয় নীরবতার নিন্দা জানিয়ে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় " ঐক্যবদ্ধ মুসলিম জনতা ব্রাহ্মণবাড়িয়া " ব্যানারে ইসকন নিষিদ্ধ ঘোষণা, টঙ্গীতে ইমাম গুমের ঘটনায় দায়ীদের গ্রেফতার, গাজীপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার এবং রাষ্ট্রীয় নীরবতার নিন্দা জানিয়ে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।


শনিবার (২৫ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে " ঐক্যবদ্ধ মুসলিম জনতা ব্রাহ্মণবাড়িয়া" মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে সংঘবদ্ধভাবে ধর্ষণ, মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে নির্যাতন ও গুম করার উদ্দেশ্যে, অপহরণকারী আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।


ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।


বক্তারা ইসকন নিষিদ্ধ ঘোষণা, টঙ্গীতে ইমাম গুমের ঘটনায় দায়ীদের গ্রেফতার, গাজীপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার এবং রাষ্ট্রীয় নীরবতার নিন্দা জানান।


বক্তারা বলেন, ইসকনের বিরুদ্ধে কথা বলায় এক খতিবকে অপহরণ করা হয়েছে। এসব ঘটনায় রাষ্ট্র চুপ করে আছে। প্রশাসন অপরাধীদের রক্ষা করছে। সুশীল সমাজ বা রাজনীতিবিদদের কেউই দায়িত্ব নিচ্ছে না।


ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়, এটি ইহুদি প্রভাবিত উগ্রবাদী গোষ্ঠী, যারা একের পর এক অপরাধ করে যাচ্ছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com