
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া জমিজমাসংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় এবং নদীর পানিতে ডুবে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একদিনে বিভিন্ন ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জ-নাকাই হাট সড়কের বাজুনিয়া পাড়া এলাকায় ইটভাটার সামনে সিএনজি-ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নাকাই ইউনিয়নের বড় বাজুনিয়া পাড়া (সরকার বাড়ি) এলাকার বাসিন্দা পুলিশ সদস্য আতিকুর রহমান সুমনের স্ত্রী লিমা বেগম (৪০) এবং জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা সবদের আলী (৫০)।
এদিকে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নে জমিজমাসংক্রান্ত জেরে প্রতিপক্ষের রামদার আঘাতে বাদল মিয়া (৪০) নামের এক কৃষক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।
অপরদিকে, শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর (পাতারে পাড়া) এলাকায় তাজিনা আক্তার সানিয়া (১০) নামের এক শিশু বাড়ির পাশে বাঙালি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
পৃথক এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
বিবার্তা/নূর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]