আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৩৬
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আজ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।


শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা কার্যকর করা হচ্ছে।


বিউবোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি ফিডারসমূহের বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ এবং রাইট-অফ-ওয়ে বরাবর গাছপালা কাটার কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান কাজের অংশ হিসেবেও এই ব্যবস্থা নেয়া হয়েছে।


যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না- বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এলাকা ও আশেপাশের অঞ্চল।


এছাড়া, নিরাপত্তার স্বার্থে শাটডাউন চলাকালে লাইন চালু আছে বলে বিবেচনা করা হবে, এমনটি জানানো হয়েছে বিউবোর পক্ষ থেকে।


বিউবো জানায়, নির্ধারিত সময়ের আগেই যদি কাজ শেষ হয়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।


বিদ্যুৎ সরবরাহে এই সাময়িক বিঘ্নের জন্য বিউবো গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করেছে।


সাম্প্রতিক সময়ে সিলেটে বিদ্যুৎ বিতরণ লাইন সংস্কার, ট্রান্সফরমার প্রতিস্থাপন ও অবকাঠামো উন্নয়ন কাজের জন্য পর্যায়ক্রমে বিভিন্ন ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com