
বিগত চারদলীয় জোট সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির বলেছেন,দেশকে গড়ে তুলতে হলে সামাজি কাজ করতে হবে। ধর্মীয়,শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাসহ সামাজিক বিভিন্ন কাজকর্ম ছাড়া দেশকে গড়ে তোলা সম্ভব নয়।
তিনি আরো বলেন, দেশ স্বাধীনের জন্য আমরা মুৃক্তিযুদ্ধ করেছি। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের কারনে সেই স্বাধীনতার সুফল আজও মেলেনি। তিনি এলাকাবাসীর উদ্দ্যেশ্যে বলেন,আপনারা আমার কাজের প্রসংশা করবেননা। আপনারা আপনাদের পবিত্র আমানত ভোট দিয়ে আমাকে মহান সংসদে পাঠিয়ে যে দায়িত্ব দিয়েছিলেন,আমি সর্বশক্তি দিয়ে সেই দায়িত্ব পালন করেছি মাত্র।
২৪ অক্টোবর, শুক্রবার বিকেলে নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা রেলওয়ে স্টেশনের পশ্চিমপার্শে আয়েশা মসজিদ নির্মানের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলমগীর কবির ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের চেয়ারপার্সন আশা কবির এর সভাপতিত্বে এবং মাহমুদুল হাসান মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁর নামাজগড় গাউছুল আজম কামিল মাদ্রাসার সভাপতি ও গাউছুল আজম ট্রাস্টের সভাপতি মো: আব্দুস সাত্তার।অন্যদের মধ্যে নর্থ-সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ও স্থপতি সুজা উদ্দীন,এ্যাড: জয়নাল আবেদিন,নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক রায়হান আলম,আত্রাই থানা বিএনপির নেতা আবু জাহেদ ডালিম,রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,রাণীনগর সরকারী শের এ বাংলা ডিগ্রী মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোফাখ্খর হোসেন পথিক,আবাদপুকুর কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক নবাব,রাণীনগর উপজেলা শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি,মহিলা দলের সভাপতি ফাইমা আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।
বিবার্তা/সাহাজুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]