
দিনাজপুরের হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি নাবালিকা কন্যাকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক সহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার ঘটনার প্রধান আসামী ওয়াসিম বেসরা (২৮) খট্রামাধবপাড়া ইউনিয়নের বাসিন্দা। এছাড়া ওয়ারেন্ট ভূক্ত ৭ জন আসামী হাকিমপুর থানার বাসিন্দা।
পরে এঘটনায় নাবালিকার মা শাহিনা সরেন (৩৫) হাকিমপুর থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহারে বলা হয়েছে, দুপুর আনুমানিক ১১.৩০ ঘটিকায় তার কন্যা প্রিয়াঙ্কা মুরমু (৯) এবং ছেলে কৃষ্ণ মুরমু (১৭) বাড়িতে ছিলেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ওয়াসিম বেসরা তাদের বসতবাড়ীতে প্রবেশ করে প্রিয়াঙ্কা মুরমুর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। ঘটনার সময় কন্যা শিশু চিৎকার করলে ছেলে কৃষ্ণ মুরমু এসে তাকে রক্ষা করার চেষ্টা করেন।
স্থানীয় প্রতিবেশীসহ কয়েকজন সাক্ষী ফুলমতি মুরমু (৪৫), মেরিনা মুরমু (৩২) এবং সুরুজ মনি মাড্ডি (৫০) আসামীকে আটক করেন এবং সামান্য জখমের পর পুলিশে সোপর্দ করেন। পুলিশ পরে তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে নিয়ে যায়।
নাবালিকার মা শাহিনা সরেন বলেন, আমার কন্যা কান্নারত অবস্থায় ঘটনার বিস্তারিত জানিয়েছে। আমরা চাই আসামীকে আইনের আওতায় আনা হোক।
হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম জানান, মামলা তদন্ত ও সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামীকে বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ও বিভিন্ন মামলায় ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামিকেও আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]