
টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণ, মুক্তিপণ আদায় ও পাচারের উদ্দেশে বন্দী করে রাখা ৪৪ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাতে টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার জন্য কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় টেকনাফের কেরনতলী কোস্ট গার্ড স্টেশনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম- উল- হক।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]