হাকিমপুর পৌরসভাকে মডেল ও উন্নত পৌরসভা গড়তে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ২০:৩১
হাকিমপুর পৌরসভাকে মডেল ও উন্নত পৌরসভা গড়তে কর্মশালা অনুষ্ঠিত
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর পৌরসভাকে একটি মডেল ও উন্নত পৌরসভা গড়তে বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং এলজিইডির বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)-এর অওতায় স্থানীয় অংশীজনদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় পৌরসভার হলরুমে এই কর্মশালা পৌর প্রশাসক মোঃ সাব্বির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরইউটিডিপি,এলজিইডি’র সহকারী প্রকৌশলী মোঃ সাইফুর রহমান হৃদয়।


কর্মশালায় বক্তারা বলেন,দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির সসম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা, মডেল ও উন্নত পৌরসভা গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য হবে।


বক্তারা আরও বলেন, এরফলে প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়কবাতি উন্নয়ন, ড্রেন নির্মান, পাবলিক টয়লেট, সুপার মার্কেট, বাজার উন্নয়ন, বাস ও ট্রাক টার্মিনাল নির্মান, ওভারপাস নির্মান, সুপেয় পানির ব্যবস্থা, ডায়াবেটিকস হাসপাতাল নির্মান, কমিউনিটি সেন্টার নির্মান, পশুরহাট স্থাপন, ব্রিজ-কালভার্ট ও পৌরভবন নির্মান করা হবে।


বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পরিচালিত হবে বলে কর্মশালায় তথ্য উপস্থাপন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন,পৌরসভার সাবেক মেয়র মো. সাখাওয়াত হোসেন শিল্পী, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ ও জেন্ডার বিশেষজ্ঞ সাজেদা বেগম ও স্থানীয় গণমাধ্যম কর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com