
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আলোচিত কর্নসুতী দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে র্যাব-১২-এর প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব জানান, উপজেলার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে প্রলুব্ধ করে অপহরণের পর ডেরা ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট হোটেলে গান বাজনা ও মাদক সেবন করে তার সহযোগীদের নিয়ে নাইম হোসেন ধর্ষণ করেন ।
ধর্ষণের একপর্যায়ে ধর্ষিতা মাদ্রাসা ছাত্রী অজ্ঞান হয়ে পরলে, তার সহযোগীরা মিলে ধর্ষক চক্রের সদস্যরাই আবার ঐ নারীকে সিরাজগঞ্জ কমিনিটি হসপিটালে নিয়ে ভর্তি করে তার পরিবারের লোকজনকে ফোন দেয়।
পরে তার পরিবার সপ্তম শ্রেণীর ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করেন । এই ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করেন।
ধর্ষনের ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারে থাকা অনন্য তিনজনকে গ্রেফতার করলেও প্রধান আসামি পুলিশের ধরাছোঁয়ার বাহিরেই থেকে যায়।
এই আলোচিত ধর্ষণের ঘটনায় প্রধান আসামি পলাতক থাকায় র্যাব অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি কামারখন্দ থানার চর কামারখন্দ গ্রামের রহমত আলীর ছেলে নাইম হোসেনকে (২০) কুমিল্লা জেলার তিতাস থানার জিয়ারকান্দি এলাকা থেকে গ্রেফতার করে।
র্যাব জানায়, শিশু ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/কাইয়ুম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]