
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় ইয়াবা জব্দ করেছে বিজিবি।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর মুকুন্দপুর বিওপি’র টহলদল সীমান্ত পিলার- ২০০৭/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২ জন সন্দেহজনক বাংলাদেশী নাগরিক ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে আসতে থাকলে টহলদল ধাওয়া করে। পরে কসটেপ দিয়ে মোড়ানো দুইটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে প্যাকেট তল্লাশি করে ভারতীয় ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
উল্লেখিত আটককৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য- ৬০,০০,০০০ টাকা। আটককৃত ইয়াবা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]