
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রসমালাই খেয়ে এক পরিবারের শিশুসহ পাঁচজন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থরা হলেন- মিন্টু মিয়ার স্ত্রী, শারমিন (২৭) এবং তাদের দুই সন্তান সাদী (১১) ও আয়াত (৪), নাঈমের স্ত্রী জ্যোতি (৩৩) ও ইয়ানা (৫)। তবে তাদের কারোর অবস্থাই আশঙ্কাজনক নয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর গ্রামের নাহিদ আল মাহমুদ জানান, তার ছোট ভাই নাসিম মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে সিঙ্গারবিল বাজারের রংধনু বেকারি এন্ড সুইট হাট থেকে রসমালাই কিনে বাসায় নেন। সেগুলো খাওয়ার পর তার স্বজনেরা অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে তাৎক্ষণিকভাবে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
রংধনু বেকারি এন্ড সুইট হাট-এর মালিক জামাল মাহমুদ জানান, বিষয়টি সম্পর্কে তিনি জানার চেষ্টা করছেন। এমন হয়ে থাকলে অসুস্থদের বাড়িতে যাবেন।
বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন ভুঞা বলেন, অসুস্থ হয়ে হাসপাতালে এলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত আছে মনে হয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]