
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় জুয়েল (২২) নামে একজন মানষিক প্রতিবন্ধী এক যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকায় ব্যাটারী চালিত অটোর ধাক্কায় সে নিহত হয়। সে একই এলাকার হাসেম প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানায়, তারাগুনিয়া-বৈরাগীরচর সড়কের ফারাকপুর ভাঙ্গাপাড়া এলাকায় মানষিক প্রতিবন্ধী যুবক জুয়েল রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় বৈরাগীরচর যাওয়ার পথে দ্রæতগামী একটি অটো তাকে ধাক্কায় দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]