আশুগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ২৩:২০
আশুগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ১০৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।


র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুটোল প্লাজার সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালীন মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল আনুমানিক ৭.১৫ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড হয়ে ঢাকার উদ্দেশ্যে ১ টি পুরাতন নীল-হলুদ রংয়ের কাভার্ড ভ্যান মাদকদ্রব্য ১০৫ গাঁজা বহন করে নিয়ে যাচ্ছে।


এমতাবস্থায় চেকপোস্ট করাকালীন আনুমানিক ৮.১০ ঘটিকায় কাভার্ড ভ্যানটিকে আসতে দেখে থামানোর সংকেত দিলে ভ্যানটি থামিয়ে ১ জন ব্যক্তি সু-কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে পালানোর কারন জিজ্ঞাসা করলে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি।


পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায় যে, তার কাভার্ড ভ্যানের ভিতর ৮টি বস্তায় মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে কাভার্ড ভ্যানের ভিতরে নীল পলিথিনের উপর খাকী রংয়ের কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১০৫ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তি হলেন - মোঃ আসাদুল ইসলাম ভূঁইয়া ওরফে বাদল (৩২), পিতা- মোঃ আবুল কালাম ভূঁইয়া, স্বল্প মাইজহাটি, সান্দিকোনা ইউপি, কেন্দুয়া, নেত্রোকোনা।


আটককৃত ব্যাক্তি কে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে নিজে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায়হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।


এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com