
আশুগঞ্জ থানা পুলিশ অবৈধ ভারতীয় চোরাচালান ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ৭:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলায় অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজার ২০ গজ পূর্ব দিক হতে ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা ১৪০ বোতল ফেন্সিডিল ও মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি নীল রংয়ের পিকআপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন - রহমত আলী (৩৮),, পিতা: মোঃ ফয়েজ আলী, দক্ষিণ ভোরদেহ, ওয়ার্ড নং-০৬), কোম্পানীগঞ্জ, সিলেট। মোঃ রাসেল (২১), পিতা: মোঃ খোরশেদ মিয়া, কাঠালবাড়ি (ওয়ার্ড নং-০৭), কোম্পানীগঞ্জ, সিলেট।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]