ব্রাহ্মণবাড়িয়ায় পুত্রবধূর হাতুড়ি পেটায় শাশুড়ি নিহত
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২:৫৫
ব্রাহ্মণবাড়িয়ায় পুত্রবধূর হাতুড়ি পেটায় শাশুড়ি নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে পিঠিয়ে হত্যা করেছে তার পুত্রবধূ।


রবিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার পৌরশহরের আসাদনগর এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত পারুল ওই এলাকার আব্দুল ওয়াহিদ মিয়ার স্ত্রী। ঘটনার পরপরই পুলিশ পুত্রবধূ লিপি আক্তারকে (২৭) আটক করেছে।


পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই বৃদ্ধা পারুল বেগমের সঙ্গে পুত্রবধূ লিপি আক্তারের পারিবারিক দ্বন্ধ চলছিল। রবিবার রাতে লিপি তার মেয়েকে পড়ানোর সময় শাশুড়ি পারুল বেগমের সঙ্গে কথাকাটা কাটি হয়। একপর্যায়ে লিপি তার শাশুড়ির হাতে থাকা হাতুড়ি ছিনিয়ে নেয়। পরে তার শাশুড়ির মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে লিপি আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে পারুল বেগম ঘটনাস্থলেই মারা যায়। এরপর তার মরদেহ ঘর থেকে বের করে দরজার সামনে রেখে লিপি চিৎকার করে বলে তার শাশুড়িকে বহিরাগত লোকজন মেরে ফেলে গেছে।


এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরহেদ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার পুত্রবধূকে আটক করলে সে হত্যার কথা স্বীকার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com