
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ১২ কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক করেন।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৯ অক্টোবর) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর এক বিশেষ অভিযান পরিচালনা করে। আনুমানিক ৫:৩০ ঘটিকায় এ অভিযানে ১টি পিকআপ সিলেট হতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় গমনের সময় সন্দেহ হলে চম্পকনগর স্থানে গাড়ীটি থামানো হয় এবং তল্লাশী করা হয়। সন্দেহজনক পিকআপটি তল্লাশী করে লুকায়িত অবস্থায় অবৈধ ভারতীয় চোরাচালান মোবাইল ফোনের ডিসপ্লে, উন্নতমানের কম্বল এবং ১টি পিকআপ আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য- ১২,৬৩,২০,০০০ টাকা। আটককৃত অবৈধ ভারতীয় চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।
এছাড়াও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকদ্রব্য পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]