হাকিমপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের ভুখা মিছিল
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ২০:৫৯
হাকিমপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের ভুখা মিছিল
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বেসরকারি শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা ভূখা মিছিল করেছে। অপর দিকে দীর্ঘ এক সপ্তাহ থেকে স্কুল ও মাদ্রাসার ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বিপাকে পড়েছে শিক্ষার্থী ও অভিভাকরা।


রবিবার (১৯ অক্টোবর) সকল দশটার পর থেকে উপজেলার খাট্রাউছনা ও বাঁশমুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং কন্দর্পুর দাখিল মাদ্রাসায় কর্মরত শিক্ষক কর্মচারীরা হাতে তালা ও বাটি ভূখা মিছিল করেছে।


খাট্রাউছনা ও বাঁশমুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন ও দিলাজার রহমান বলেন, শিক্ষক কর্মচারীদের ৩ দফা দাবি (মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫%) আদায়ের লক্ষ্য গত ১২ অক্টোবর থেকে আমরা কর্ম বিরতি পালন করে আসছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ৮ম দিনে আমরা আমাদের নিজ প্রতিষ্ঠানে তালা বাটি হাতে নিয়ে ভূখা মিছিল করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের কর্মসূচি পালন অব্যাহত থাকবে।


কন্দর্পুর দাখিল মাদ্রাসার সুপার হাফিজুল ইসলাম বলেন, বে-সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায দাবি সরকার বাহাদুরের মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি। একজন রিকসা চালক ও এক হাজার টাকা দিয়ে বাড়ি ভাড়া পায় না এবং পাঁচশত টাকায় ডাক্তার পরামর্শ ফি হয় না ঔষধ তো দূরের কথা। তাই অনতিবিলম্বে শিক্ষক কর্মচারীদের ৩ দফা দাবি মেনে নিয়ে শিক্ষকদের ক্লাশে ফেরার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।


স্কুলের শিক্ষার্থী রোমানা আক্তার ও মেহেদী হাসান বলেন, আমরা দশম শ্রেণির শিক্ষার্থী। আমাদের শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলন চলতিছে তাই স্কুলের ক্লাস পরীক্ষা ও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আমারা বিপাকে পড়েছি। আর অল্প দিন পরে এসএসসির নির্বাচনি পরীক্ষা শুরু হওয়ার কথা কিন্তু এমন সময় ক্লাস হচ্ছে না। তাই আমাদের শিক্ষক কর্মচারীদের জন্য সরকার এর নিকট অনুরোধ করছি।


বিবার্তা/রববানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com