হিলিতে অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ঔষধ ও নগদ অর্থ সহযোগিতা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৬:৫০
হিলিতে অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ঔষধ ও নগদ অর্থ সহযোগিতা
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের পক্ষ থেকে দিনাজপুরের হাকিমপুর হিলিতে দুইজন অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ঔষধ ও নগদ অর্থ সহযোগিতা করা হয়েছে।


রবিবার (১৯ অক্টোবর) বেলা ১২ টার দিকে পৌর শহরের মাঠপাড়া ও ধরন্দা এলাকায় অসহায় দুইজন রোগিকে ঔষধ নগদ অর্থ সহায়তা করেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।


এসময় সেখানে উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এস এম রেজা আহমেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,স্বেচ্ছাসেবক দলের আসলাম আলী বাবু সহ অনেকে উপস্থিত ছিলেন।


পৌর বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, গত শনিবারে উপজেলার ধরন্দা ও মাঠপাড়ায় দলীয় কর্মসূচি অংশ হিসেবে গনসংযোগ করার সময় দুইজন অসহায় দুই জন রোগীর স্বজনরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেড এম জাহিদ হোসেন মহোদয়কে চিকিৎসার কথা বললে তিনি তাদের চিকিৎসা করার প্রতিশ্রুতি দেন। তাই আজকে তার নির্দেশে উপজেলার মাঠপাড়া এলাকার সাড়ে তিন বছরের এক শিশু মাথায় টিউমার ও হার্ডের সমস্যা থাকায় তার চিকিৎসার জন্য নগদ অর্থ ও ঔষধ দিয়ে সহযোগিতা করা হয়েছে। অপরদিকে ফকিরপাড়া এলাকায় একজন বৃদ্ধা মহিলাকে সহযোগিতা করা হয়েছে। তিনি আরও বলেন, ডাঃ জাহিদ সাহেবের পক্ষ থেকে সমাজের গরীব অসহায় মানুষের জন্য এই রকম সহযোগিতা অব্যাহৃত থাকবে বলে জানান তিনি।


বিবার্তা/রববানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com