
ফেনীর সোনাগাজীতে বিশেষ অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার (১৯ অক্টোবর) ভোররাতে উপজেলার ২নং বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মমতাজ কেরানি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে সেনাক্যম্প।
জানাগেছে, সম্প্রতি সোনাগাজীর মজলিশপুর ইউনিয়ন স্বেচ্চসেবকদল নেতা আবুল হোসেন সুজনের শিশু সন্তানের হাতে একটি এলজির ছবি ফেসবুকে ব্যপক ভাইরাল হয়।
এরই সূত্র ধরে রাতে মজলিশপুর ও বগাদানায় বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
সেনাবাহিনীর সোনাগাজী ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আলিফ আল গনি বলেন, পাইকপাড়া গ্রামের মমতাজ কেরানি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে একটি শপিং ব্যাগ ভর্তি দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে অস্ত্রের মালিকের নাম পরিচয় গোপন রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা বিবাদি উল্লেখ করে মামলা করা হবে।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]