
বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে ১টি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে "এফবি. শুভযাত্রা নামের একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করা হয়। এরপর আটককৃত জেলে ট্রলারসহ নৌবাহিনীর দিগরাজ নৌঘাটিতে নেয়া হয়। পরে শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮ টার সময় তাদের মোংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী।
মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশের জলসীমায় ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় ১টি ট্রলার এফভি. শুভযাত্রা সহ ১৪ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী। ট্রলারে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে এগুলো নামানোর কার্যক্রম চলমান রয়েছে। মাছগুলো নামানোর পরে নিলামের যে কার্যক্রম পরিচালনা করা হবে।
এছাড়াও ট্রলারে থাকা ১৪ জন ভারতীয় জেলেকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এরআগেও বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এফবি. পারমিতা, এফবি. ঝড় ও এফবি. মঙ্গল চন্ডি" নামের ভারতীয় ট্রলারসহ জেলেকে আটক করে নৌবাহিনী।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]