
নওগাঁর আত্রাইয়ে সবুজ হোসেন (২৬) নামে এক ধান ব্যবসায়ীকে মারপিট করে প্রায় সাড়ে ৭লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কালীগঞ্জ-আত্রাই সড়কের বারোবিঘা ডাবল ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে থানাপুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ধান ব্যবসায়ী সবুজ হোসেন উপজেলার ভোঁপাড়া পশ্চিমপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সবুজ হোসেনের ভাই ইউপি মেম্বার বিপ্লব হোসেন জানান,তার ভাই সবুজ হোসেন ভোঁপাড়া বাজারে ধানের ব্যবসা করেন। বৃহস্পতিবার উপজেলার পতিসর বাজারে যান ধানের টাকা নিতে। রাত অনুমান পৌনে ৮টা নাগাদ ৭লাখ ৪৫হাজার টাকা নিয়ে আরেক ভাই সজিবসহ মোটরসাইকেল যোগে ফিরছিল। এসময় কালীগঞ্জ-আত্রাই সড়কের বারোবিঘা ডাবলব্রীজ এলাকায় পৌছলে ছিনতাইকারীরা মারপিট করে ৭লাখ ৪৫হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। বিপ্লব হোসেন আরো জানান,ছিনতাইকারীরা চারটি মটরসাইকেলে ৮/১০জন ছিল এবং সবাই হেলমেট পরিহিত অবস্থায় ছিল।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন,খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি অনেকটায় রহস্যজনক বলে মনে হলেও প্রকৃত ঘটনা উদঘাটনে সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।
বিবার্তা/সাহাজুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]