লামায় এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও শীর্ষে দুর্গম পাহাড়ের কোয়ান্টাম কসমো কলেজ
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ২০:৫৮
লামায় এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও শীর্ষে দুর্গম পাহাড়ের কোয়ান্টাম কসমো কলেজ
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত বান্দরবান জেলার লামা উপজেলার ৫টি কলেজ ও মাদ্রাসার সাধারণ ও ভোকেশনাল শাখা থেকে মোট ৯৯৭ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয় ৪০১ জন। এর মধ্যে কলেজ পর্যায়ে জিপিএ-৫ পায় ৫১জন, মাদ্রাসা থেকে কেউ জিপিএ-৫ পায়নি।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফল অনুযায়ী এবারের ফলাফলেও উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে ‘কোয়ান্টাম কসমো কলেজ’। এ কলেজের জেনারেল ও ভোকেশনাল শাখা থেকে ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পায় ৩২ জন।


ফলাফলে আরো জানা যায়, সরকারি মাতামুহুরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৮২৬জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে পাশ করে ২৯৪জন। জিপিএ-৫ পায় ১৯জন। এতে পাশের হার ৩৬%। চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পরীক্ষা দেয় ৬৬জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করে ১৬জন। হেফাজতুর রহমান কলেজ থেকে ১৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করে মাত্র ৫জন, পাশের হার ৩৩ % ও লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ২৮জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পাশ করে ২৪জন। এতে পাশের হার পাশের হার ৮৬%।


এ প্রসঙ্গে কোয়ান্টাম কসমো কলেজ অধ্যক্ষ ছালেহ আহমদ বলেন, লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা নিয়মিত মেডিটেশন চর্চা করে। ফলে তারা সহজে লেখাপড়ায় মন দিতে পারে। আর এ কলেজটি আবাসিক হওয়ায় ছাত্র-ছাত্রীদের ওপর শিক্ষকদের আন্তরিক চেষ্টা তো আছেই। তিনি আরো বলেন, সকল শিক্ষকের আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থীদের অধ্যাবসায়ের ফলশ্রæতিতে এ ফলাফল অর্জিত হয়েছে।


জানতে চাইলে বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ছালেহ মুহাম্মদ ফরিদ উদ্দিন জানান, সর্বোচ্চ জিপিএ-৫ ও শতভাগ পাশের হারে শীর্ষ স্থান অর্জন করে বরাবরই লামা উপজেলার ভারমূর্তি উজ্জ্বল করেছে কোয়ান্টাম কসমো কলেজ।


বিবার্তা/আরমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com