লামায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ২০:৪২
লামায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় এক আলোচনা সভা দুর্গম পাহাড়ি গজালিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।


গ্রামের নারীদের অধিকার আর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) এমপাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জিএফএ কন্সাল্টিং গ্রুপ, জিএমবিএইচ জার্মানি’র সহযোগিতায় প্রকল্পের সহকারি কর্মকর্তা মেহেরুন্নেছা;র সভাপতিত্বে গত বুধবার অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, গজালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উসাচিং মার্মা। নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের মাধ্যমে পরিচালিত দিবসে ইউনিয়ন পরিষদের সদস্য শিরিন আক্তার ও চশৈনু মার্মা, সচিব মংচিং মার্মা, গজালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাজী তৈফিকুল আলম প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এতে অর্ধশতাধিক নারী স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। এর আগে ‘আমাদের সম্মিলিত ভবিষ্যতের জন্য গ্রামীণ নারীরা প্রকৃতিকে টিকিয়ে রেখেছেন’-এ স্লোগানকে প্রতিপাদ্য করে এক র‌্যালি অনুষ্ঠিত হয়।


আলোচনায় বক্তারা বলেন, সভ্যতা আর প্রযুক্তির দিক দিয়ে উন্নয়নের ধারায় পৃথিবী এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে বিশেষ করে গ্রামের নারী সমাজ। তাই গ্রামীণ নারীদের যেদিন মৌলিক অধিকার পুরোপুরি নিশ্চিত হবে সেদিন থেকে, যেদিন গ্রামীণ নারীরাও শহরের নারীদের সাথে সমান তালে এগিয়ে যাবে। এতে করে একদিকে যেমন দেশে নারীর ক্ষমতায়ন হবে ঠিক তেমনি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবেন একজন অধিকার সচেতন মা। আর এভাবেই একদিন বাংলাদেশের অর্থনীতিতে সমান ভূমিকা পালন করবে এদেশের নারীরা। ১৯৯৫ সালে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালনের প্রস্তাব গৃহীত হয় বলে উল্লেখ করেন বক্তারা।


বিবার্তা/আরমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com