
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, আমি প্রতিহিংসার রাজনীতি করি না, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসও করি না। আমি বিশ্বাস করি প্রতিযোগিতামূলক রাজনীতিতে, যেখানে প্রতিযোগিতা হবে মানুষের কল্যাণে, মানুষের আস্থা ও ভালবাসা অর্জনের জন্য।
১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে দৌলতপুরে একটি রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
দৌলতপুর বাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে শরীফ উদ্দিন জুয়েল বলেন, আপনারা নিজেদের দিকে তাকান, ভাবুন কীভাবে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করা যায়। মানুষের কল্যাণে কাজ করুন, তাদের হৃদয় জয় করার জন্য পথে নামুন। রাস্তয় দাঁড়িয়ে নিজ দলের নেতা-কর্মীদের সম্পর্কে কটু কথা বলে নিজেদের চরিত্রে কলঙ্ক লাগাবেন না। এতে কারো উপকার হয় না, বরং রাজনীতির সৌন্দর্য নষ্ট হয়।
তিনি আরো বলেন, আমরা সবাইকে শ্রদ্ধা জানাতে চাই, ভালোবাসতে চাই। মতভেদ থাকতে পারে, কিন্তু বৈরীতা নয়। আমরা চাই সৌহার্দ্যপূর্ণ, স্বাধীন ও উন্নত দৌলতপুর গড়তে যেখানে সবাই মিলেমিশে এগিয়ে যাবে। তবে মনে রাখবেন, আমরা নীরব থাকি মানে সহ্য করছি তা নয়। প্রয়োজন হলে আমরা জবাব দিতে জানি যুক্তি দিয়ে, কর্ম দিয়ে, মানুষের ভালোবাসা দিয়ে।
পরে শরীফ উদ্দিন জুয়েল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফায় বাংলাদেশের উন্নয়ন ও জনগণের মুক্তির রূপরেখা রয়েছে, যা বাস্তবায়ন করতে পারলেই এই দেশ সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলে উল্লেখ করেন।
এর আগে সকাল ১১টায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করেন শরীফ উদ্দিন জুয়েল। এরপর বোয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার সুফল বিশ্লেষণ করে সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর কৃষকদলের আহŸায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার, দৌলতপুর কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক নারী নেত্রী সুরাইয়া আক্তার কাজল, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহŸায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন বাদল, দৌলতপুর যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম ও যুবদলের যুগ্মআহŸায়ক জাফর ইকবাল কর্নেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]