
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০-১২ জন যাত্রী।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসটি সাপমারা এলাকায় পৌঁছালে পুলিশ চেকপোস্ট অতিক্রমের পর পাহাড়ি ঢাল নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দুইজন নিহত হন। এ সময় বাসের অন্তত ১০–১২ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, রাঙামাটির বাঘাইছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম এখনো চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]