আগুনের তীব্রতায় ধসে পড়ল ইপিজেডের ভবনের ছাদ
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১০:০০
আগুনের তীব্রতায়  ধসে পড়ল ইপিজেডের ভবনের ছাদ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিটের ১৭ ঘণ্টায় চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) এলাকার অ্যাডামস ক্যাপ কারখানার আগুন। তবে রাতে আগুনের তীব্রতায় ভবনটির টপ ফ্লোরের ছাদ ধসে পড়েছে।


শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।


ফায়ার সার্ভিস জানায়, টানা ১৭ ঘণ্টা জ্বলার পর চট্টগ্রাম ইপিজেড কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে সকাল ৭টা ২৫ মিনিটে। সারারাত কারখানা জ্বলতে জ্বলতে ভবনটির টপ ফ্লোরের ছাদ ধসে পড়েছে। বিভিন্ন ফ্লোরের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, দরজা, জানালা, দেয়ালও নিচের দিকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে।


এ ঘটনায় বেপজা ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি করা হয়েছে। বেপজার পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে। উভয় কমিটি যথাক্রমে ৭ ও ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।


সিইপিজেডে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. জাকির বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিছুটা। তবে পুরোপুরি নির্বাপন করা যায়নি এখনও। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে সহায়তা করে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি।


এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘আদম ক্যাপ’ কারখানার আট তলায় প্রথমে আগুন লাগে। পরে নিচের দুটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে।


জানা যায়, কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি করা হতো। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতাও অনেক বেশি ছিল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com