তালায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২১:৫৮
তালায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার তালায় বাংলাদেশ কৃষি ব্যাংক তালা শাখার উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে রেমিট্যান্স উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে তালা শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের তালা শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম ফকির এবং সঞ্চালনা করেন কর্মকর্তা মোঃ আব্দুল করিম।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ আবু হাসেম মিয়া। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস. এম. এ. কাইয়ুম, সহকারী মহাব্যবস্থাপক মোঃ রুহুল কুদ্দুস, খুলনা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) শাহনেওয়াজ মোঃ মস্তোফা ফয়সাল, তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিম, সাংবাদিক রফিকুল ইসলাম, এস. এম. লিয়াকত হোসেন, তামান্না ইসলাম ও মুক্তা মন্ডল।


স্বাগত বক্তব্য রাখেন তালা শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম ফকির।


প্রধান অতিথি মোঃ আবু হাসেম মিয়া বলেন, “বাংলাদেশ কৃষি ব্যাংক প্রবাসীদের রেমিট্যান্স সেবা সহজ, নিরাপদ ও দ্রুত করার জন্য নিরলসভাবে কাজ করছে। রেমিট্যান্স প্রেরণকারীরা দেশের অর্থনীতির প্রাণশক্তি।”


অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে লটারির মাধ্যমে নির্বাচিত শ্রেষ্ঠ রেমিট্যান্স গ্রহীতা খ্রিষ্টান ধর্মযাজক চন্দন বারিকদারের স্ত্রী মুক্তা মন্ডলকে পুরস্কৃত করা হয়।


বিবার্তা/সেলিম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com