৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সিইপিজেডের আগুন, যোগ দিয়েছে সেনা ও নৌবাহিনী
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৯:১৮
৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সিইপিজেডের আগুন, যোগ দিয়েছে সেনা ও নৌবাহিনী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনও। এ অবস্থায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে নৌবাহিনী। সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।


অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে এ আগুন লাগে। অ্যাডামস তোয়ালে ও ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিকেল গাউন তৈরির কারখানা। ৭ তলাবিশিষ্ট কারখানাটির ওই ভবনে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।


চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট মিলেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনীর ৪টি ইউনিট। সেইসঙ্গে সেনাবাহিনীর একটি দলও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর।


তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এখন পর্যন্ত মেলেনি হতাহতের কোনো তথ্যও।


ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন বলেন, ইপিজেডের ভেতরে একটি কারখানায় আগুন লেগেছে। সেখানে মেডিকেল একসেসরিজ তৈরি হতো। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।


ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, সাততলা ভবনের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলায় আগুন লেগেছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com