
ঢাকায় শিক্ষকদের উপর হামলা ও তাদের ন্যায্য দাবি আদায়ের প্রতিবাদে মোংলায় এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১২ টায় মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ বাজার এলাকায় মহাসড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময়ে মোংলার বিভিন্ন স্কুল ও কলেজের এমপিও ভুক্ত প্রায় দুই শত শিক্ষক কর্মচারীরা এ মানববন্ধে অংশ নেয়।
মানববন্ধনের বক্তারা বলেন, এমপিওভূক্ত শিক্ষকদের ২০% বাড়ী ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা আদায় ও ঢাকায় শিক্ষক উপর হামলা। আমরা শিক্ষক আমরা আমাদের দাবি শান্তিপূর্ণভাবে জানাচ্ছিলাম। কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানো হয়। এই হামলা শিক্ষক সমাজের প্রতি চরম অবমাননা। আমরা এই হামলার বিচার চাই এবং আমাদের অধিকার চাই। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]