কর্ণফুলীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৫:২০
কর্ণফুলীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের কর্ণফুলীতে চেক প্রতারণার মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ইমরান হোসেন বাবলুকে (২৯) গ্রেফতার করেছে কর্ণফুলি থানা পুলিশ।


সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর ২ নম্বর গেটের একটি রেস্টুরেন্ট থেকে কর্ণফুলী থানার একটি সিভিল টিম তাকে গ্রেফতার করা হয়। কর্ণফুলি থানার ওসি মুহাম্মদ শরীফ গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন।


ওসি জানান, দুইদিন আগেও তার বিরুদ্ধে রুজুকৃত একটি মামলার বাদীকে হত‍্যার হুমকি দেওয়ায় কর্ণফুলী থানায় জিডি রেকর্ড করা হয়েছে। গ্রেফতারকৃত ইমরান হোসেন বাবলু চরলক্ষ্যা ইউপির ৬ নম্বর ওয়ার্ড গোয়ালপাড়া এলাকার আবদুল মোনাফ বাড়ির রেজাউল করিমের ছেলে।


ওসি শরীফ জানায়, একটি চেক প্রতারণা মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে হত‍্যাসহ আরো বেশ কয়েকটি মামলা ও জিডি রেকর্ড রয়েছে থানায়।’ হত‍্যা মামলায় সে চার্জশিটভুক্ত প্রধান আসামি বলেও পুলিশ জানিয়েছে। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর দু্লাই নম্বর গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


এর আগেও গত বছরের ২২ অক্টোবর বাবলুর একটি প্রাইভেট কার গাড়ি ভাঙচুর করার অভিযোগে থানায় মামলা করতে এসে উলটো নিজেই আটক হয়েছেন কর্ণফুলী থানায়। সে একই এলাকার জাফর আহমদ (৫২) হত্যা মামলার প্রধান আসামি। তবে ওই মামলায় সে জামিন থাকলেও তখন আরেক সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি বলে জানা যায়। এ ঘটনায় আটক অপর দুই যুবক মো. দেলোওয়ার ও ইকবালও আটক হয়েছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com