
বান্দরবান জেলার লামা উপজেলায় মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
চলতি অর্থ বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ চলে।
উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণে বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, বান্দরবান সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস ও লামা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ প্রশিক্ষক ছিলেন। এর আগে গুড অ্যাকুয়াকালচার ফুড সেফটি
বিষয়ক প্রশিক্ষণও অনুষ্ঠিত হয়। পৃথক দুই ব্যাচে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে ২০জন করে মোট ৪০জন মাছ চাষি অংশ গ্রহণ করেন।
বিবার্তা/নুরুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]