
ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় তিন কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ।
সোমবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে বিজিবির বিশেষ অভিযানে এ মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১টি পিকআপসহ ৩ কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি জানান, সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত অপরাধ (মাদক ও পণ্য চোরাচালান) প্রতিরোধে ৬০ বিজিবির অভিযান কার্যক্রম সর্বতোভাবে অব্যাহত রয়েছে এবং থাকবে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]