
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫।
রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া।
এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা দেওয়া এবং রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী, ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিশু কনসালটেন্ট ডা. মো. আকতার হোসাইন, সহকারী পরিচালক ডা. শাখাওয়াত হোসেন, আবাসিক চিকিৎসক ডা. সোহেল রানা, এসআইএমও ডা. শুভল চন্দ্র সাহা, নার্সিং সুপারভাইজার মমতাজ বেগম ও জাকির হোসেন, জেলা সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুল মোমেন, সিনিয়র সহসভাপতি মো. সালাউদ্দিন, ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন ও এনামুল হকসহ হাসপাতালের নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধন শেষে সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সকল শিশুকে টিকার আওতায় আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনার সচেতনতা পারে একটি শিশুর জীবন বাঁচাতে।
তিনি আরও বলেন, টাইফয়েড থেকে সুরক্ষার সর্বোত্তম উপায় হলো টিকা। আপনার শিশুর টিকা নিশ্চিত করুন, তাকে দিন সুস্থ জীবনের নিশ্চয়তা।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]