
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে পৃথক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহি নিহত ও এক পথচারী আহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে মহিপাল পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয় যাত্রীবাহী বাস ও এদিন ভোরে মুহুরীগঞ্জ ছাত্রী ছাউনির সামনে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালবাহি ট্রাংক। এসব ঘটনায় সড়ক আইনে পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি।
জানাগেছে, শনিবার দুপুরে মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয় যাত্রীবাহী বাস। এতে মোটরসাইকেল আরোহি ঘটনাস্থলে নিহত হয়। তার নাম মোহাম্মদ মামুনুর রহমান( ৪৬)। সে ফেনী শহরের শাহিন একাডেমি রোডস্থ আবুল খায়েরের ছেলে।
মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় জব্দ করা সম্ভব হয়নি। নিহতের ঘটনায় সড়ক আইনে মামলা করা হয়েছে। বাসচালককে আটকের চেষ্টা চলছে।
এদিকে, ফাজিলপুর মুহুরীগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, ভোরে মুহুরীগঞ্জ ছাত্রী ছাউনির সামনে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালবাহি ট্রাংক। এতে এক পথচারি আহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ট্রাকটি জব্দ করা হয়েছে।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]