
কক্সবাজার শহরতলীর লিংকরোড রেলক্রসিং এলাকার একটি ঝোপ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) সকাল নয়টার দিকে স্থানীয় কয়েকজন কিশোর ফুটবল খেলতে গিয়ে মৃতদেহটি দেখতে পায়।
এর আগে, বৃহস্পতিবার রামুর খুনিয়াপালং এলাকা থেকে আরেকটি বস্তাবন্দী অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রেললাইনের দক্ষিণ পাশের ঝোপের ভেতরে মৃতদেহটি ছিল। অনেকটাই পচে গেছে। ধারণা করা হচ্ছে, চার–পাঁচ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পকেটে বেশ কিছু কাগজপত্র পাওয়া গেছে। এতে মনে হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিবার্তা/ফরহাদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]