কসবায় আটকোটি টাকার অবৈধ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ২০:৫৪
কসবায় আটকোটি টাকার অবৈধ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিজিবি’র অভিযানে প্রায় আটকোটি টাকার অবৈধ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ান বিজিবি-৬০।


শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলা সদর ও মঈনপুর সীমান্ত এলাকায় বিজিবি-৬০ ব্যাটালিয়নের এক বিশেষ অভিযানিক দল এসব পণ্য জব্দ করে।


জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি ও চশমা। এর মধ্যে শাড়ির দাম সাত কোটি টাকা ও চশমার দাম এককোটি টাকা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এসব পণ্য জব্দ করার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার বিয়ষটি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি-৬০।


এদিকে ৬০ বিজিবি'র অভিযানে গত ছয় মাসে ৮২ কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে। এর বেশিরভাগ ভারত থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা। কিছু পণ্য ভারতে অবৈধভাবে যাওয়ার সময় জব্দ করা হয়। ভারত থেকে আসা পণ্যের তালিকায় নতুন নতুন জিনিস যুক্ত হচ্ছে।


বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান অভিযানে বিপুল ভারতীয় পণ্য জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত অপরাধ (মাদক ও পণ্য চোরাচালান) দমনে বিজিবি’র কার্যক্রম অব্যাহত আছে। এরই ধারাবাকিতায় এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়।


তিনি আরো জানান, সড়ক যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও রাতের বেলায় আলোর স্বল্পতার কারণে বিজিবি’র পক্ষে বেশি এলাকাজুড়ে সীমান্ত পাহারা দেয়া একটু কঠিন হয়ে পড়ে। তারপরও বিজিবি তার সর্বোচ্চ দিয়ে চোরাচালানরোধে চেষ্টা করে যাচ্ছে।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com