দৌলতপুরে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামি শুটার লালন গ্রেফতার
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৪:৫১
দৌলতপুরে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামি শুটার লালন গ্রেফতার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টুহত্যা মামলার অন্যতম পলাতক আসামি লালন ওরফে শুটার লালনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ব্যবসায়ী অপহরণ মামলাও রয়েছে। সে পূর্ব ফিলিপনগর গ্রামের রঞ্জু মালিথার ছেলে। শুটার লালন ফিলিপনগর এলাকার কুখ্যাত সন্ত্রাসী টুকু ও গিট্টু সোহাগবাহিনীর সক্রিয় সদস্য এবং সে চরাঞ্চলের শীর্ষ অপরাধীদের একজন ও শুটার লালন নামে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।


তারা আরও জানায়, ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু হত্যা মামলার অন্যতম পলাতক আসামি শুটার লালন বৈরাগীর চর এলাকায় অবস্থানের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ সেখানে অভিযান তাকে গ্রেফতার করে।


শুটার লালন গ্রেফতারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, লালনকে একটি অপহরণ মামলায় গ্রেফতার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে সেন্টু চেয়ারম্যান হত্যাসহ একাধিক মামলা রয়েছে এবং তা তদন্ত চলছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হেেয়ছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com