
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ ২জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি, ১ টি ওয়ান শুটারগান ও ২ কেজি গাঁজাসহ মাহবুব ইসলাম (৫২) ও ফিরোজ খান (৫৬) কে আটক করা হয়।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামের মাহাবুল ইসলামের বাড়িতে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালায়। এসময় ১টি ওয়ান শুটার গানসহ মাহাবুল ইসলামকে আটক করা হয়। সে গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
একই দিন সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ হাতিশালা এলাকায় বিজিবির টহল দল অভিযান চালিয়ে ফিরোজ খান নামে এক মাদক কারবারিকে ২ কেজি গাঁজাসহ আটক করে। ফিরোজ খান রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত গ্রামের মৃত ফয়েজ মাস্টারের ছেলে।
অপরদিকে বুধবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে, একই ব্যাটালিয়নের চল্লিশপাড়া বিওপির বিজিবি সদস্যরা আলিমডোবা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
অস্ত্র ও মাদকসহ আটকের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে অস্ত্র, গুলি এবং গাঁজাসহ ২ জনকে আটক হলে আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]