
মোংলায় নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে সড়কে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করেছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলা বন্দর সংলগ্ন দিগরাজ ট্রাস্ট ব্যাংকের সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মোংলা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার, আকিব খান রিদম তার সাথে মোংলা থানার ও বাগেরহাট জেলা ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যও অংশ নেন।
সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, ইজিবাইক, মিনি ট্রাক, মাহিন্দ্রা, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। রুট পারমিট ও ফিটনেস সনদ না থাকা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মামলা ও ৩২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। অভিযানে মোটরসাইকেল, ট্রাক, বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার তল্লাশি করা হয়।
নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আকিব খান রিদম আসিফ আরাফাত বলেন, অপরাধ দমন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিবার্তা/জাহিদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]