
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির আসন্ন আহ্বায়ক কমিটিতে মো. আব্দুল মান্নানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করার দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে তৃণমূলের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে ঝিনাইগাতী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তেরর কর্মীবৃন্দের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
বিকাল চারটার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফখরুজ্জামান রায়হান মেম্বার। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মো. আব্দুল মান্নান একজন ত্যাগী, পরীক্ষিত এবং জনবান্ধব রাজনীতিক। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থেকে নিরলসভাবে দলের জন্য কাজ করে আসছেন। তৃণমূলের আস্থাভাজন এই নেতাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করলে উপজেলা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং দলীয় কার্যক্রম গতিশীল হবে।
এ সময় বক্তারা কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, তৃণমূলের মতামতকে মূল্যায়ন করে মো. আব্দুল মান্নানকে আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য।
সভায় ও বিক্ষোভ মিছিলে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ওলামাদল, মৎস্যজীবিদল, প্রজন্ম দলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]