
আবহমান গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর নৌকাবাইচ প্রতিযোগিতা।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা নদীর ঘাট এলাকায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতাকে ঘিরে লাখো দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে তিতাস নদীর পাড়। স্থানীয়রা ছাড়াও বিভিন্ন এলাকা হতে দর্শনার্থীরা নৌকায় করে এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমায়। বিশেষ করে নারীদের বিপুল উপস্থিতি নতুনমাত্রা যোগ করে।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশাররফ হোসেন। এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ডিএম দুলাল, সদর ইউনিয়ন চেয়ারম্যান আ. জব্বার, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহম্মদ আলী মাস্টার, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, যুগ্ম সদস্য সচিব নুরুল আমিন মাস্টার, নোঁয়াগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাহার উদ্দিন মৃধা বকুল, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন ঠাকুর, দপ্তর সম্পাদক সালাহউদ্দিন বিপ্লব, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সফিক মৈশান, যুগ্ম সদস্য সচিব সাব্বির হোসেন, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইমন মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রতিযোগিতায় মোট ৬টি নৌকা অংশ নেয়। এতে প্রথম স্থান অর্জন করেন শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুরের শাপলা বয়েজ ক্লাব, নোঁয়াগাও ইউনিয়নের বুড্ডার শেখ বয়েজ ক্লাব দ্বিতীয় ও এক্তারপুরের মুজিবুর রহমান ভুইয়ার নৌকা তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]