পদ্মায় নৌকাডুবি : বিজিবির তৎপরতায় শিশুসহ ১৫ যাত্রী উদ্ধার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৬:১১
পদ্মায় নৌকাডুবি : বিজিবির তৎপরতায় শিশুসহ ১৫ যাত্রী উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নৌকাডুবি হলে বিজিবি’র তৎপরতায় শিশু সহ ১৫ যাত্রী উদ্ধার হয়েছে।


মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। এর আগে সোমবার বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। নৌকা ডুবির খবর পেয়ে তৎক্ষণাৎ কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদীতে অভিযান চালিয়ে নৌকায় থাকা সব যাত্রীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়।


বিজিবি সূত্র জানায়, ওইদিন বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর বিওপির দায়িত্বাপূর্ণ সীমান্ত পিলার ৮৪/৩ হতে প্রায় ৭০০ মিটার দক্ষিণে পদ্মা নদীর ডিগ্রিরচর এলাকায় যাত্রী বোঝায় একটি নৌকা ডুবে যায়। ঘটনাটি নদী তীরবর্তীএলাকা থেকে প্রত্যক্ষ করেন উদয়নগর বিওপি’র টহলরত বিজিবি সদস্যরা। পরে তারা দ্রæত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নৌকায় থাকা ১৫জন যাত্রীকে উদ্ধার করে। তবে নৌকাটি পানিতে তলিয়ে যায়।


প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় ১৫ জন যাত্রী নিয়ে চর এলাকায় মাছ ধরতে যাচ্ছিল একটি নৌকা। হঠাৎ করে প্রবল স্রোতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।


এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ উদয়নগর বিওপির কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম বলেন, নৌকাডুবির খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে অংশ নিই। স্থানীয়দের সহায়তায় কোনো ধরনের প্রাণহানি ছাড়াই আমরা সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছি।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com