
মোংলায় অভিযানে ৮৮৬ পিস পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১২টায় মোংলা থানার ওসি আনিসুর রহমান এ তথ্য জানায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পৌরসভার ৪নং ওয়ার্ড দুবাই বাংলা সিমেন্ট ফ্যাক্টরি সামনে অভিযানপরিচালনা করে। এ সময় ৮৮৬ পিস ইয়াবাসহ শফিক হাওলাদার (২৭) নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞেসাবাদে জানা যায় চট্টগ্রাম থেকে এ ইয়াবা আনে শফিক। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]