লাইনচ্যুত বগি উদ্ধার
সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১১:৪০
সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিনসহ তিনটি বগি উদ্ধার করা হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল।


মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। এ কারণে কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে আটকা পড়ে, এটি সকাল সাড়ে ৬টায় সিলেট থেকে ঢাকা রওয়ানা দেয়ার কথা ছিল।


উদ্ধারকর্মীরা দ্রুত অভিযান চালিয়ে সকালে ১০টার দিকে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি লাইনচ্যুত বগি উদ্ধার করে। এরপর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।


সিলেট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুছ লাইনচ্যুতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘উদয়ন এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সিলেটে আসছিল। সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে এসে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করেন। এরপর কালনী এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com