ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় অবৈধ চোরাচালান মালামাল ও মাদকসহ গ্রেফতার ৪
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৮:৫৮
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় অবৈধ চোরাচালান মালামাল ও মাদকসহ গ্রেফতার ৪
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০ বোতল স্কফ সিরাপসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


সোমবার (৬ অক্টোবর) রাত ৩.২০ ঘটিকায় আখাউড় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন উপজেলার ১নং মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর দক্ষিনপাড়া হতে ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় আসামীর সঙ্গে থাকা ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করে।


গ্রেফতারকৃত আসামি মোঃ আশিক মিয়া(১৯) ভাদুঘর (নিজামত বাড়ি) ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ মিয়ার ছেলে।


গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


এছাড়া কসবায় ৪৮ কেজি গাঁজা উদ্ধার করে থানা পুলিশ।


৫ অক্টোবর রাত ২২.৩০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন উপজেলার ৯নং কায়েমপুর ইউনিয়নের ওমরপুর হতে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত আসামীগন কৌশলে পালিয়ে যায়।


পলাতক আসামীগনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।


অপর এক অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিপুল পরিমান চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ৩ জন চোরাকারবারী গ্রেফতার করে।


৫ অক্টোবর ২৩:৪৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযান পরিচালনাকালীন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলার পুনিয়াউট গোলচত্ত্বরের পশ্চিম পাশ হতে ৩ জন চোরাকারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা ভারতীয় অবৈধ অনুমানিক ৪,২৫,৮৬০ টাকা মূল্যের ভারতীয় আতশবাজি এবং একটি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করে।


গ্রেফতারকৃত আসামীরা হলেন - হৃদয় খান (২৬) পিতা-মোঃ বাবুল খান, মোঃ আল আমিন (৪০)


পিতা-মৃত মোঃ জমির আলী উভয়- রানিয়ারা বিষ্ণুপুর পূর্বপাড়া, ওয়ার্ড নং-৭। মোঃ মনির হোসেন (৩৫) পিতা-মৃত মঙ্গল সওদাগর, মাইজখার, উত্তরপাড়া, ওয়ার্ড নং-৮, মাইজখার সর্ব ইউপি-কুটি,কসবা, ব্রাহ্মণবাড়িয়া।


অপর আরেক অভিযানে সোমবার (৬ অক্টোবর) বেলা ১২.৩৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল থেকে ২ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ব্রাহ্মণবাড়িয়া।


গ্রেফতারকৃত আসামিরা হলেন- মোঃ লিটন মিয়া (৪৬), পিতা- মোঃ মহন মিয়া গোসাইপুর (রাধানগর), নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।


গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


উল্লেখ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com